ফাইবার থেকে ইনকাম করার সহজ উপায় এবং কিভাবে কাজ করে
প্রিয় পাঠক, আপনি কি জানেন সাইবার কি? এবং ফাইবার থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। ফাইবার সম্পর্কে অনেকের হয়তো সঠিক ধারণা নেই, কিভাবে ফাইবার থেকে টাকা ইনকাম করা যায়। তাহলে আমার এই পোস্টটি সম্পূর্ণরূপে পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন, ফাইবার থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় সম্পর্কে।
আপনি যদি এই লেখাটি সম্পূর্ণরূপে পড়েন তাহলে বুঝতে পারবেন ফাইবার কি এবং ফাইবারে কাজ করে নিজের জীবনকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়। ফাইবার থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় সে সম্পর্কেও জানতে পারবেন। এবং ফাইবারে কাজ করতে আপনার কি কি অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হবে সে সম্পর্কেও। এজন্যে আমাদের এই পোস্টটির সাথেই থাকুন এবং মনোযোগ দিয়ে পোস্টটি পড়ুন।
ভূমিকা
ফাইবারে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কাজ করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সম্ভব। এজন্য প্রথমে আপনাকে জানতে হবে ফাইবার কি এবং কিভাবে কাজ করে। ফাইবারে কাজ করতে কি কি অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হবে।
আপনি যদি চান যে আমি একজন ফ্রিল্যান্সার হব এবং ফাইবার থেকে ইনকাম করব তাহলে ধৈর্য সহকারে ফাইবার নিয়ে কাজ করতে হবে এবং প্রচুর পরিমাণে সময় দিতে হবে তাহলে সম্ভব। তাহলে আসন জেনে নিই ফাইবার কি এবং কিভাবে ফাইবার থেকে ইনকাম করা সম্ভব।
ফাইবার কি (What is Fiverr?)
ফাইবার হল এমন একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন রকমের ফিন্যান্সিং সার্ভিস প্রদান করা হয়।
অর্থাৎ ফাইবার এমন একটি অনলাইন ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন কাজ বা গ্রাহক খুঁজে পেতে সেখানে ভিজিট করে। আরো সহজ ভাবে বলতে গেলে ,ফাইবার হল এমন একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন রকমের কাজ বেচা কেনা হয়।
অতএব আমরা এটা বলতে পারি যে, ফাইবার এমন একটু অনলাইন মার্কেটপ্লেস যেখানে একজন ফ্রিল্যান্সার গ্রাহকদের দেওয়া বিভিন্ন রকমের কাজ করে দেয়ার মাধ্যমে টাকা ইনকাম করবে অথবা নিজের গ্রাহক হয়ে নিজের প্রয়োজনীয় কাজগুলো অন্য ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করে নেয়ার জন্য এই ওয়েবসাইটে আসবে।
এ সকল ওয়েবসাইট মার্কেট প্লেসগুলোতে," logo design, programming & development, web designing, sales & merketing, video editing ইত্যাদি কোন রকমের কাজ ক্রয় বিক্রয় করা হয়।
এছাড়াও ফাইবার মার্কেটপ্লেস এর মত আরও অনেক অনলাইন মার্কেটপ্লেস রয়েছে। যে সকল মার্কেটপ্লেস ফাইবারের মতোই কাজ করে। যেমনঃ
www.freelancer.com
www.guru.com
www.upwork.com
www.designhill.com
www.99desings.com
এরকম অনেক মার্কেটপ্লেস হয়েছে, সে সকল অনলাইন মার্কেট প্লেস এ ফাইবারের মতো কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।
ফাইবার(Fiverr) কিভাবে কাজ করে
আমরা অনেকেই চিন্তা করি, যে ফাইবার কিভাবে কাজ করে বা ফাইবারের মাধ্যমে কাজ করে কিভাবে টাকা ইনকাম করা যায়। এরকম প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায়। তাই আমাদের সাথেই থাকুন এবং পড়ুন, যে ফাইবার কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত।
১. প্রথমে ফ্রিল্যান্সাররা বিভিন্ন কাজের উদ্দেশ্যে ফাইবারে নিজেদের নাম রেজিস্টার করেন।
২. এরপর ফাইবার মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সাররা অন্যান্য ফ্রিল্যান্সাদের জন্য কোন কোন ধরনের কাজ করে দিতে পারবেন তা ফাইবার গীগ এর মাধ্যমে প্রচার করেন
৩. ফ্রিল্যান্সেরা যে সকল কাজগুলো ফাইবার মার্কেটে পাবলিশ করেন সেই কাজগুলোকে ফাইবার গিগ বলে।
৪. যে সকল ফ্রিল্যান্সাররা ফাইবারে তাদের কাজ বিক্রি করেন তাদেরকে বলা হয় ফাইবার সেলার।
যে কোন প্রতিষ্ঠান বা কোম্পানি এবং ব্যক্তি নিজের প্রয়োজন অনুযায়ী কোন কাজ করানোর জন্য ফাইবারে আসেন। এবং নিজের কাজের অনুযায়ী ফাইবার গিগ খুঁজে বের করেন।
যে কোন প্রতিষ্ঠান বা কোম্পানি এবং ব্যক্তি নিজের প্রয়োজন অনুযায়ী কোন কাজ করানোর জন্য ফাইবারে আসেন। এবং নিজের কাজের অনুযায়ী ফাইবার গিগ খুঁজে বের করেন।
কাজ করানোর জন্য পছন্দের ফাইবার গিগ খুঁজে পাওয়ার পর। কাজের সঙ্গে জড়িত সকল তথ্য দেখে নিতে হয়। যেমনঃ
- ফাইবার গিগ খুঁজে পাওয়া, ফ্রিল্যান্সারের কাজের অভিজ্ঞতা কি রকম রয়েছে।
- পূর্বে সে কোন কাজ করেছে কিনা।
- অন্যান্য লোকেরা তার সম্পর্কে কি রকম মন্তব্য করেছে সেগুলো দেখে নেওয়া।
- একজন ফ্রিল্যান্সারের পোর্টফলিও দেখে নেয়া।
- এবং এই কাজটি করার জন্য তাকে কত টাকা দেয়া লাগবে ইত্যাদি
উপরোক্ত সকল বিষয়গুলো দেখার পর সবকিছু যদি ঠিক থাকে তাহলে সে অর্ডারটি প্রসেস করা হয়।
৫. একটা বিষয় মনে রাখবেন সেটা হল কোন কাজ অর্ডার করার আগে সেই কাজের জন্য নির্ধারিত পেমেন্ট ফাইবারের মাধ্যমে পে করতে হয়।
৬. কোন কাজ করানোর জন্য ফাইবার কে মিনিমাম $5 থেকে টাকা দেওয়া লাগতে পারে।
একজন ফ্রিল্যান্সার তার কাজ সফলভাবে সম্পূর্ণ করার পর ক্লায়েন্টদের জমা দিলে, ফাইবারের মাধ্যমে তাদের পাওনা পরিশোধ করা হয়।
একজন ফ্রিল্যান্সার তার কাজ সফলভাবে সম্পূর্ণ করার পর ক্লায়েন্টদের জমা দিলে, ফাইবারের মাধ্যমে তাদের পাওনা পরিশোধ করা হয়।
৭. এই সম্পূর্ণ কাজটি ফাইবার মার্কেটপ্লেসের মাধ্যমে করার বিপরীতে, ফাইবার প্রতিটি সার্ভিস ক্রয় ও বিক্রয়ের উপরে $2 আলাদাভাবে নিবে।
এ সকল প্রক্রিয়ায় হল ফাইবার মার্কেটপ্লেস এর কাজ, এভাবেই ফাইবার কাজ করে।
ফাইবার থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়
ফাইভার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এটা প্রায় কম বেশি সবাই হয়তো শুনেছে, কিন্তু কিভাবে ইনকাম করা যায় সে বিষয়ে অনেকের রয়েছে অজানা।আসলে ফাইভার থেকে ইনকাম করার অনেক সম্ভাবনা রয়েছে। ফাইভার কে লক্ষ লক্ষ মানুষ তার ব্যবসা হিসেবে নিয়ে কাজ করে থাকে।কারণ এখানে প্রত্যেক ব্যক্তি নিজে নিজের মালিক।
তবে ফাইবার মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে হলে, যেকোনো একটি বিষয় সম্পর্কে আপনার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা এবং কাজ কাজ সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। সাইবার মার্কেটপ্লেসে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না।
ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে অবশ্যই আপনাকে Graphic designing, logo designing, SEO,video editing, social media marketing, web designing, digital marketing ,email marketing,feasbook marketing ইত্যাদি এগুলোর যেকোনো একটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে।
উপরোক্ত এ সকল বিষয়ের যে কোন একটিতে যদি পারফেক্ট হতে পারে, তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এই কাজগুলো করে প্রচুর আয় করতে পারবেন।
এজন্যে যেকোনো একটি বিষয় সম্পর্কে আপনার দক্ষতা অর্জন করুন, যা আপনার ইনকামের কারণ হয়ে দাঁড়াবে। আসুন জেনে নিই, ফাইবার থেকে ইনকাম করতে হলে কি কি অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন।
২.নিজের একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করুন।
৩.ফাইবার একাউন্ট তৈরির পর profile setting এ গিয়ে profile picture, এবং আপনি কোন কোন বিষয়ে অভিজ্ঞ বা কাজ জানেন, সেটা সেট করুন।
৪.এরপর ফাইবার মার্কেটপ্লেসে একটি “ ফাইবার গিগ” তৈরি করতে হবে। গিগ হলো সেই কাজ যা বিক্রি করে আপনি ফাইভার থেকে আয় করবেন।
৩.ফাইবার একাউন্ট তৈরির পর profile setting এ গিয়ে profile picture, এবং আপনি কোন কোন বিষয়ে অভিজ্ঞ বা কাজ জানেন, সেটা সেট করুন।
৪.এরপর ফাইবার মার্কেটপ্লেসে একটি “ ফাইবার গিগ” তৈরি করতে হবে। গিগ হলো সেই কাজ যা বিক্রি করে আপনি ফাইভার থেকে আয় করবেন।
৫.ফাইভার গিগ তৈরী করার সময় ,আপনি কি কি কাজ করতে পারবেন, কাজটির বিনিময়ে কত টাকা নিবেন, এবং কাজটি করতে কত সময় লাগবে এসব কিছু ফাইভার গিগ এ দিতে হবে।
৬.কোন ব্যক্তি, কোম্পানি বা ক্লায়েন্ট আপনার ফাইবারে পাবলিস্ট করা গিগ অনুযায়ী আপনাকে কাজ দিবে এবং সেগুলো আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে।
৭.সফলভাবে কাজটি করে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লায়েন্টদের কাছে জমা দিতে পারলে, সেই কাজের পরিবর্তে ফাইবার থেকে আপনি টাকা পেয়ে যাবেন।
৮.অবশ্যই জেনে রাখা ভালো যে, প্রত্যেকটা ক্লাইন্ট কাজের অর্ডার করার সাথে সাথে, ফাইবার সেই ক্লায়েন্ট এর কাছ থেকে কাজের মূল্য নিয়ে নেয়।
৯.এজন্যে সঠিকভাবে কাজটি করার পর টাকা পাওয়ার নিশ্চয়তা থেকে যায়।
৬.কোন ব্যক্তি, কোম্পানি বা ক্লায়েন্ট আপনার ফাইবারে পাবলিস্ট করা গিগ অনুযায়ী আপনাকে কাজ দিবে এবং সেগুলো আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে।
৭.সফলভাবে কাজটি করে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লায়েন্টদের কাছে জমা দিতে পারলে, সেই কাজের পরিবর্তে ফাইবার থেকে আপনি টাকা পেয়ে যাবেন।
৮.অবশ্যই জেনে রাখা ভালো যে, প্রত্যেকটা ক্লাইন্ট কাজের অর্ডার করার সাথে সাথে, ফাইবার সেই ক্লায়েন্ট এর কাছ থেকে কাজের মূল্য নিয়ে নেয়।
৯.এজন্যে সঠিকভাবে কাজটি করার পর টাকা পাওয়ার নিশ্চয়তা থেকে যায়।
প্রিয় পাঠক এভাবেই ফাইবারে একাউন্ট খুলে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে অন্যের জন্য কাজ করে টাকা ইনকাম করা যায়।
ফাইবারে কি কি কাজ করা যায়
ফাইবারে কি কি কাজ করা যায় বা পাওয়া যায় এ প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়া সম্ভব নয়। কারণ এখানে বিভিন্ন রকমের লোক ভিন্ন ভিন্ন কাজ করানোর উদ্দেশ্যে ফাইবার মার্কেটপ্লেস আসে।
এজন্য আপনার উচিত হবে আপনি যে বিষয়ে অভিজ্ঞ এবং যে কাজ কোন রকমের অসুবিধা ছাড়াই আপনি সঠিকভাবে করতে পারবেন। সেই কাজগুলোই ফাইবারে পাবলিস্ট করে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করবেন।
তḥ আসন জানি ফাইবারে কি কি কাজ পাওয়া যায় সে সম্পর্কে কয়েকটি তথ্য
Web designing এর কাজ
Android app depeloper এর কাজ
logo designing এর কাজ
SEO optimization এর কাজ
Graphic designing এর কাজ
WordPress spreed optimization
video editing এর কাজ
WordPress website optimization
ডিজিটাল মার্কেটিং এর কাজ
আর্টিকেল লেখার কাজ
ফেসবুক মার্কেটিং এর কাজ
Online shoping website এর কাজ
এরকম অনেক ধরণের কাজ আপনি ফাইভার মার্কেটপ্লেসে পাবেন যা আপনি ঘরে বসে করতে পারবেন।
ফাইবার একাউন্ট খোলার নিয়ম
ফাইভারে কাজ করার জন্য আপনার প্রথমে ফাইভারে একটি Account খুলতে হবে।আসুন জেনে নিই ফাইভার Account খোলার নিযম
- প্রথমে Fiverr homepage থেকে become a seller এ ক্লিক করতে হবে।
- এরপর Become a seller লিংক যেখানে দেখবেন ,সেখানে ক্লিক করুন।
- এরপর account তৈরীর জন্য আপনি Facebook বা Gmail ব্যবহার করতে চান,তবে Facebook বা Gmail এর icon এ ক্লিক করুন।
- Email এর মাধ্যমে একাউন্ট খুলতে চাইলে, আপনার Email ID দিন এবং Continue তে ক্লিক করুন।
- Email ID দেওয়ার পর পেজে নতুন Username এবং password দিন। তারপর নিচে Join লিংকে ক্লিক করুন।
- Join লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার Email এ active link চলে আসবে।
- active link এ ক্লিক করার সাথে সাথে আপনার নতুন Fiverr account তৈরি ও active হবে।
- এখন যে কাজ করে Fiverr থেকে আয় করার চিন্তা ভাবনা করেছেন, সেই কাজগুলো Fiverr গিগ হিসেবে publish করতে পারবেন।
এখন আপনি যদি Fiverr এ account খুলতে চান উপরোক্ত নিয়ম অনুসরণ করে পর্যায়ক্রমে কাজগুলো করলে, খুব সহজেই Fiverr account খুলতে পারবেন।
ফাইবার (Fiverr) কিভাবে কাজ করে বা কাজ করার নিয়ম
ফাইভার মার্কেটপ্লেসে কাজ করার নিয়ম অনেকটাই সহজ তবে ধয্যের বিষয়। একটা Fiverr account খুলতে হবে এবং নিজের প্রোফাইল মধ্যে প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে হবে। Fiverr Gig এর মাধ্যমে নিজের কাজ বা পরিসেবা গুলিকে অফার করবেন। কাজ পাওয়ার পর সঠিকভাবে কাজটি শেষ করে জমা দিলেই আপনার প্রাপ্য account এ পেয়ে যাবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকে আমরা ফাইবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলাম। আমরা জানলাম ফাইবার কি, কিভাবে ফাইবার থেকে টাকা ইনকাম করা যায়, ফাইবারে কি কি কাজ পাওয়া যায় এবং ফাইবার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
আশা করছি আজকের এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা ফাইবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এসে আপনিও যেকোনো একটি বিষয়ে সঠিক দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে অনলাইন মার্কেটপ্লেস ব্যবহার করে একজন সফল হয়ে উঠতে পারেন
ফাইবার সম্পর্কে বা ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url