ফেসবুক মার্কেটিং কি ? এবং কিভাবে ফেসবুক মার্কেটিং শুরু করব
বর্তমান সময়ে ফেসবুক সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ছোট বড় সকলে আমরা ফেসবুক নামের সাথে পরিচিত। আর পরিচিত হওয়ার কারণ হচ্ছে একটি শিশু জন্মগ্রহণ হওয়ার পরপরই আমরা তার ছবি ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়ে। ফেসবুক হচ্ছে এমন একটি মাধ্যম যার সাহায্যে আপনি দেশ বা দেশের বাইরে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিত লাভ করতে পারেন।
এই ফেসবুকের মাধ্যমে আপনি অজানা তথ্য জানতে পারবেন। ফেসবুক একটা সময় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিতি থাকলেও সময়ের বিবর্তনে ফেসবুক সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে পরিচিতি লাভ করেছে। এই মার্কেটপ্লেস থেকে আপনি চাইলে প্রতিমাসে আয় করতে পারেন এবং আপনার পণ্য বা সার্ভিসকে খুব কম সময়ের মধ্যে সবার সামনে তুলে ধরতে পারেন।
ভূমিকা
ইতিমধ্যে আপনি হয়তো বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ ফেসবুক মার্কেটিং হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। এই আর্টিকেলটির মাধ্যমে আমি ফেসবুক মার্কেটিং এর সকল বিষয়বস্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
আপনারা যদি এই পোস্টটি সম্পূর্ণরূপে পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন ফেসবুক মার্কেটিং কি?। কিভাবে করতে হয় ফেসবুক মার্কেটিং এবং বর্তমান সময়ে এসে আপনার কেন ফেসবুকের মার্কেটিং শেখা উচিত। আসুন জেনে নিই ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় সেই বিষয়ে কিছু তথ্য।
ডিজিটাল মার্কেটিং
ফেসবুক মার্কেটিং বিষয়ে কথা বলতে প্রথমে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কথা বলছি কেন, কারণ ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। এজন্য ফেসবুক মার্কেটিং যদি আপনি ভালোভাবে করতে চান তাহলে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন।
আরো পড়ুনঃ অনলাইন থেকে আয় করা যায় কিভাবে
ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি অনলাইনের মাধ্যমে কোন প্রযুক্তি ব্যবহার করে যে কোন পণ্য বা সেবা বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণাকে বোঝায়। ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যদি কোন মার্কেটিং করা হয় তাহলে সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কোন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক পর্যায়ে পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে দেয়াকে ডিজিটাল মার্কেটিং বলে।
ফেসবুক মার্কেটিং কি
ফেসবুক মার্কেটিং হচ্ছে একটি মাধ্যম যার সাহায্যে আপনার পণ্য বা সেবা গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেয়া। ফেসবুকের মাধ্যমে আপনি আপনার পণ্য বা সেবা সবার কাছে পৌঁছে দেওয়া, সেটা হতে পারে একটি ছবি একটি ভিডিও অথবা কোন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেয়া।
ফেসবুক মার্কেটিং কেন করবেন
বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৪০০ কোটি। এদের মধ্যে প্রায় ২০০ কোটির উপরে মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করে থাকে। এছাড়াও আমাদের দেশে দশ বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে যুবক বৃদ্ধ প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকে। এর মধ্যে দিনে এক ঘন্টা ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে।
অতএব আপনি বুঝতে পারছেন আপনি যদি এই ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখতে পারেন বা করতে পারেন। তাহলে খুব সহজেই আপনার পণ্য বা সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে পারবেন। সুতরাং আমরা বলতে পারি যে খুব কম সময়ে, স্বল্প ব্যয় আমাদের পণ্য বা সেবা জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য ফেসবুক মার্কেটিং হচ্ছে অন্যতম একটি মাধ্যম। তবে এই ফেসবুক মার্কেটিংয়ে আপনি যদি সফল হতে চান তাহলে ধৈর্য ধরে সঠিক পদ্ধতি অবলম্বন করে কাজ করে যেতে হবে।
ফেসবুক মার্কেটিং করতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। শুধু লাগবে ফেসবুক মার্কেটিং এর সঠিক ধারণা একটি সুন্দর ফেসবুক পেজ বা বিজনেস পেজ। তবে আপনার জন্য উত্তম হবে বিজনেস পেজ যার মাধ্যমে আপনি ফেসবুক ব্যবহারকারী প্রায় সবার কাছে পৌঁছাতে পারবেন।
আরো পড়ুনঃঅনলাইনে ফিনান্সিং করে আয়
এটা আপনার ব্যক্তিগত আইডি দিয়ে মার্কেটিং করলে এত মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। এজন্য প্রথমেই আপনার যে পণ্য বা বিজনেস সেই অনুযায়ী একটি ফেসবুক পেজ ওপেন করতে হবে এবং সকল ইনফরমেশন সঠিক দিতে হবে যেন ফেসবুক ব্যবহারকারী সকলে আপনার সাথে যোগাযোগ করতে পারে।
অনেকে আছে যারা ফেসবুক পেজ ওপেন করেছে কিন্তু সঠিকভাবে সাজাতে পারেনি। যার ফলে তারা ব্যর্থ হয়েছে। আপনার দিক থেকে একবার চিন্তা করুন যদি কোন জিনিস বাইরে থেকে সুন্দর বা ভালো না লাগে তাহলে তার মধ্যে কি আছে, সেটা দেখার আগ্রহ আপনার থাকে না।
এজন্য আপনার উচিত হবে আপনার বিজনেস পেজটি এমনভাবে সাজাতে যেটা আপনার বিজনেসের সাথে সম্পর্কিত এবং সকল তথ্য সঠিকভাবে দিবেন যাতে প্রয়োজনে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারে।
ফেসবুক মার্কেটিং কত প্রকার
আপনারা অনেকে এভাবে ফেসবুক মার্কেটিং কত প্রকার। এবং কি কি উপায়ে ফেসবুক মার্কেটিং করা যায় সে বিষয়ে চিন্তা করেন। ফেসবুক মার্কেটিং মূলত দুই ভাবে করা যায়।
- ফ্রি ফেসবুক মার্কেটিং
- পেইড ফেসবুক মার্কেটিং
ফ্রি ফেসবুক মার্কেটিং কি
ফ্রি ফেসবুক মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, যে মার্কেটিং করতে কোন টাকা বা ডলার খরচ হয় না। যেখানে আপনি প্রাকৃতিক ভাবেই আপনার পুরনোভা সেবা মানুষের কাছে পৌঁছে দেন যেমন আপনার কোন ভিডিও বা ছবি। আরেকটু ক্লিয়ার করে বলতে গেলে আমরা যখন আমাদের ফেসবুক পেজে কোন একটা ভিডিও বা ছবি করি সেটা শুধু আমাদের ফ্রেন্ডলিস্টে যারা রয়েছে এবং যারা আমাদের পেজে লাইক দিয়ে থাকে শুধু তারাই দেখতে পারে। এক্ষেত্রে আমাদের কোন টাকা খরচ হয় না। এবং এটা শুধু আমাদের আশেপাশে যারা রয়েছে তারা এই পোস্টটি দেখতে পারবে এবং আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবে এটাকেই ফ্রি ফেসবুক মার্কেটিং বলে।
পেইড ফেসবুক মার্কেটিং
পেইড ফেসবুক মার্কেটিং বলতে বুঝায় ফেসবুকের নিউজ পেজে যে পোস্টগুলোর স্পন্সর লেখা থাকে। একটু ভালোভাবে বলতে গেলে অর্থের বিনিময়ে ফেসবুকে যে সকল বিজ্ঞাপন দেয়া হয় তাকে পেইড ফেসবুক মার্কেটিং বলে। পেইড ফেসবুক মার্কেটিং একটা বিশাল মার্কেটপ্লেস যেখানে সহজেই আপনি আপনার পণ্য বা বিজ্ঞাপন আপনার কাঙ্খিত কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন।
আপনি কোন জেনারেশনের কাছে আপনার বিজ্ঞাপনটি পৌঁছাতে চান সেটিও নির্দিষ্ট করে দিতে পারবেন। বিভিন্ন বয়স ভেদে নারী পুরুষ সিলেক্ট করে আপনি মার্কেটিং করতে পারবেন পেইড মার্কেটে। ফেসবুকে সকল বিজ্ঞাপন পণ্যের স্পন্সর হিসেবে শো করে এবং ফেসবুকে ডান পাশে পণ্যের ছবি ও অফার আকারে শো করে।
ফেসবুক পেইড মার্কেটিং এর জন্য আপনাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে এই পেইড মার্কেটিং এর জন্য আপনার ফেসবুকে একটি পেজ থাকা লাগবে। এবং ফেসবুক পেইড মার্কেটে সফল হতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে এড ম্যানেজার সম্পর্কে একটা ভালো ধারণা রাখা লাগবে।
কারণ এড ম্যানেজারের মাধ্যমে আপনি যাদেরকে টার্গেট করেন তাদের কাছে আপনার পণ্য বা বিজ্ঞাপন পৌঁছাবে। এখন বিষয় হল ফেসবুক অ্যাড ম্যানেজার কিভাবে আপনার পণ্য বা বিজ্ঞাপন আপনার টার্গেট ফুল মানুষের কাছে পৌছাবে। এবং ফেসবুকে অ্যাড ম্যানেজার কিভাবে কাজ করে এই বিষয়ে সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদেরকে অবশ্যই ফেসবুক মার্কেটিং এর একটি কোর্স করা প্রয়োজন।
ফেসবুক মার্কেটিং করে আয় করার উপায়
আপনি চাইলে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে প্রতি মাসে আয় করতে পারেন। বর্তমান সময়ে অনেক নামি দামি প্রতিষ্ঠান তাদের পণ্য ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে থাকে। এছাড়া বড় বড় সেলিব্রেটিরা যেমন মেসি, রোলানদো ইত্যাদি ব্যক্তিরা তাদের ফেসবুক পেজে বড় বড় কোম্পানি নিয়ে পোস্ট দিয়ে থাকে। এই প্রতিটি পোস্টের বিনিময়ে তারা লাখ লাখ টাকা ইনকাম করে।
ঠিক তেমনি আপনি ও আপনার ফেসবুক পেজে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্যের পোস্ট দেয়ার বিনিময়ে আয় করতে পারবেন। কিন্তু এর জন্য প্রয়োজন আপনার পেজে লাখ লাখ ফলোয়ার। যেন আপনি পোস্ট করা মাত্রই সেটা অনেক মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। তাছাড়া আপনি ফেসবুক পেজ বিক্রি করার মাধ্যমে আয় করতে পারেন। আপনার পেইজে যদি লাখের উপরে ফলোয়ার থাকে তাহলে আপনি সেটি অধিক মূল্যে বিক্রি করতে পারবেন।
ভিডিও কনটেন্ট
আপনি ভিডিও আপলোড করে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। বর্তমানে ফেসবুকে পেজ মনিটাইজেশনের ব্যবস্থা রয়েছে। একবার যদি আপনার পেজ মনিটাইজেশন হয়ে যায় সেখান থেকে আপনি প্রতিমাসে ভালো টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য প্রয়োজন আপনার নির্দিষ্ট সংখ্যা ভিউয়ার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও দেখা লাগবে।
ফেসবুক মার্কেটিং কিভাবে শিখবেন
আমরা এত সময় ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছি। আমরা জানার চেষ্টা করেছি ফেসবুক কি ফেসবুক মার্কেটিং কি কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় এবং আরো জানতে পেরেছে ফ্রি পেজ মার্কেটিং এবং পেইড মার্কেটিং এবং এদের সুবিধা অসুবিধা।
কিন্তু এখন আপনার মনে কষ্ট লেগেছে এত কিছু আপনি কিভাবে শিখবেন বা কোথা থেকে শিখবেন। এগুলো শেখার জন্য google বা youtube এ অনেক রকমের ভিডিও রয়েছে আপনি চাইলে সেখান থেকে শিখতে পারেন। তবে এখানে আপনি শুধু বেসিক ধারণা পাবেন।
আরো পড়ুনঃআয় করুন ওয়েবসাইটে মাধ্যমে
এজন্য আমার পক্ষ থেকে আপনাকে বলতে চাই বর্তমান সময়ে অনলাইনে বা অফলাইনে অনেক ভালো মানের পেইড কোর্স করানো হয়। আপনি চাইলে একটু সময় বের করে এই পোস্টটি করতে পারেন। তাহলে আপনি খুব সহজেই ফেসবুক মার্কেটিংয়ে একজন দক্ষ মার্কেটার হিসেবে পরিচিত লাভ করবেন।
এ কোর্সের মাধ্যমে আপনি ফেসবুক মার্কেটিং এর সমস্ত বিষয়গুলো হাতে-কলমে শিখতে পারবেন। এই কোর্সের মাধ্যমে আপনাকেও ফেসবুক মার্কেটিং এর জন্য যে সকল বিষয় প্রয়োজন তার সমস্ত রকমের গাইডলাইন এবং ভিডিও আপনাকে দেয়া হবে সেগুলোর সাহায্যে আপনি আপনার পেজকে সুন্দর ভাবে সাজাতে পারবেন।
লেখকের মন্তব্য
বর্তমান সময়ে আধুনিক বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর জগতে ফেসবুক মার্কেটিং খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আপনি কিছু না করে বেকার হয়ে বসে আছেন ,তার মানে আপনি সবার থেকে পিছিয়ে আসেন। এজন্য আর দেরি না করে দ্রুত ফেসবুক মার্কেটিং এর একটি কোর্স করুন এবং সঠিকভাবে ফেসবুক মার্কেটিং শুরু করব যা আপনার জীবনকে পাল্টে দিতে অগ্রণী ভূমিকা রাখবে।
আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দেবেন, ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url