সজনে ডাটা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
আপনি কি জানেন সজনে ডাটার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। সজনে ডাটা পুষ্টিগুণের সমৃদ্ধ অনেকেরই একটি পছন্দের সবজি। শুধু সজনে ডাটা নয় এর পাতা ও ফুল খাওয়া যায়। সজনে ডাটার মধ্যে রয়েছে প্রায় 300 রোগের প্রতিষেধক।
সকল ভিটামিনের সাথে থাকা অ্যামাইনো এসিড রয়েছে সজনে পাতায় যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। এ কারণেই সজনে ডাটাকে ডিনামাইট বলা হয়ে থাকে। এক কথায় বলা যায় সজনে ডাটা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। আসন জেনে নিই সজনে ডাটা খাওয়ার উপকারিতা গুলো।
ভূমিকা
সজনে ডাটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। এটি আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক এর মত কাজ করে। যে সকল ভিটামিন আমাদের শরীরের জন্য উপকারী তার সবগুলো উপাধানই সজনে ডাটার মধ্যে রয়েছে। এজন্যে সজনে পাতা ও ডাটার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে এ আর্টিকেলটি সম্পূর্ণরূপে পড়ুন।
সজনে ডাটা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
সজনে ডাটা পুষ্টিগুণসমৃদ্ধ একটি সবজি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সজনে পাতা ও ফুলে রয়েছে অনেক পুষ্টিগুণ। এ সকল কারণেই সজনে ডাটা পাতা ও ফুল আমাদের কাছে অনেক প্রিয় একটি সবজি। তবে আসন জেনে নিই সজনে ডাটা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে আমাদের জন্য।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণঃ সজনে ডাটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বেশ উপকারী। দের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আপনি যদি নিয়মিত তিন-চার চামচ সজনে পাতার রস বানিয়ে খেতে পারেন তাহলে আপনার রক্তচাপ অনেক কমে আসবে।
হাড় শক্ত মজবুত করেঃ সজনে ডাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম, পটাশিয়াম, এবং ভিটামিন যা আমাদের শরীরকে সুস্থ এবং হাড় মজবুত করতে সহায়তা করে। এছাড়াও রক্ত বিশুদ্ধ করতে সজনে ডাটা ভীষণ উপকারী।
ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ সজনে ডাটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সজনে ডাটা চিনির মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস সারাতে সাহায্য করে।
শ্বাসকষ্ট দূর করতেঃ সুজনে ডাটা ও পাতা শ্বাসকষ্ট সারাতে কার্যকরী ভূমিকা রাখে। সজনে ডাটায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা এলার্জি রোধ করে এবং শ্বাসকষ্ট দূর করে।
পেটের সমস্যা সমাধানঃ সজনে ডাটা পেটের সমস্যার সমাধান করে। যাদের বদহজম, পেট ব্যথা ও গ্যাসের সমস্যা রয়েছে তারা সজনে ডাটা তরকারি খেলে পেটে সমস্যা দূর হবে।
বসন্ত রোগঃ সজনে ডাটার তরকারি খেলে জল বসন্ত ও গুটি বসন্তের আক্রান্ত হাওয়ার ঝুঁকি অনেক কম থাকে।
কোষ্ঠকাঠিন্য দূরঃ সজনে ডাটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে অনেক ভূমিকা রাখে। সজনে ডাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ যা কষ্ট কাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনি নিয়মিত সজনে ডাটার তরকারি খেতে পারে।
সজনে পাতার গুড়া খাওয়ার উপকারিতা
আমরা এখন সজনে পাতার গুড়া খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। সজনে ডাটা সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি বর্তমান সজনে পাতার গুড়াও খাওয়ার প্রচলন শুরু হয়েছে। সজনে পাতার গোড়া কে ইংরেজিতে মরিঙ্গা পাউডার নামে অনলাইনে পরিচিতি পেয়েছে।
সজনে পাতাকে অনেকে অলৌকিক পাতা বলে থাকে। মানবদেহের জন্য যে সকল ভিটামিন ও পুষ্টিগুণ প্রয়োজন তার সবই রয়েছে সজনে পাতায়। এজন্য গবেষকরা সজনে পাতাকে "নিউট্রিশন সুপার ফুড" উপাধি দিয়েছেন।আপনি জেনে অবাক হবেন যে অতি গ্রাম সজনে পাতার গুড়ায় একটি কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি রয়েছে, কলার চেয়ে তিনগুণ বেশি পটাশিয়াম রয়েছে, গাজরের চেয়ে ৭ গুন বেশি ভিটামিন এ রয়েছে।
অনেকে মনে করেন কেউ যদি প্রতিদিন দুধ খেতে না পারেন তাহলে সে যেন সজনে পাতার গোড়া প্রতিদিন এক চামচ করে খায় তাহলে তার দুধের চাহিদা পূরণ হয়ে যাবে। মানবদেহের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য যে সকল উপাদান প্রয়োজন তার সবগুলো রয়েছে সজনে পাতায়। আসুন জেনে নিই সজনে পাতার গুড়া খাওয়া আরো কি কি উপকারিতা রয়েছে।
- আপনি নিয়মিত সজনে পাতার গুড়া খেলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং ডায়াবেটিসের মতো কঠিন রোগ থেকে আপনি পাবেন মুক্তি।
- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শক্তিশালী করতে আগ্রহে নিয়মিত সজনে পাতার গুঁড়া খেতে পারেন।
- হজম শক্তি বাড়াতে, গ্যাস নিয়ন্ত্রণে রাখতে আপনি সজনে পাতার গুড়া খেতে পারেন।
- যে সকল মায়েদের বুকের দুধ কম তারা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সজনে পাতার গুড়া খেতে পারেন, ফলে আপনার বুকের দুধ বৃদ্ধি পাবে।
- সজনে পাতা লিভার ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। সৌন্দর্য বৃদ্ধিতে সজনে পাতা উপকারী। এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সজনে পাতা কার্যকারী ভূমিকা রাখে।
এছাড়াও সজনে পাতা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে শক্তিশালী কর্মদক্ষতা বৃদ্ধি করে। আপনি যদি নিয়মিত সজনে পাতার গুড়া খান তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। করোনা প্রতিরোধে সজনে পাতা অনেক উপকারী।
সজনে পাতার উপকারিতা
আমাদের দেশে জনপ্রিয় যে সকল সবজি রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো সজনে। সজনে ডাটা পাশাপাশি এর পাতায় ও রয়েছে অনেক উপকারিতা। গবেষকরা সজনে পাতাকে সুপার ফুড বলে থাকে। সজনে পাতাকে বলা হয়ে থাকে পুষ্টির ভান্ডার।
সজনে পাতার মধ্যে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, ইত্যাদি। এছাড়াও সজনে পাতায় রয়েছে অ্যামাইনো এসিডের ৮ টি উৎসব যা শরীরের জন্য ভীষণ উপকারী। আসন জেনে নিই সজনে পাতা খাওয়ার উপকারিতা গুলো কি কি।
- লিভার ভালো রাখতে আপনি নিয়মিত সজনে পাতা খেতে পারে। সজনে পাতা ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভারকে রক্ষা করে।
- ক্যান্সার প্রতিরোধে আপনি সজনে পাতা খেতে পারেন। সজনে পাতার মধ্যে রয়েছে নিয়াজিমিছিন নামে এমন একটি যৌগ যা ক্যান্সার বিকাশে বাধাগ্রস্থ করে।
- যারা পেটে সমস্যায় ভোগেন যেমন গ্যাস, পেট ব্যথা, বুক জ্বালাপোড়া করা ইত্যাদি তারা সজনে পাতা খেলে উপকৃত হবেন।
- সজনে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা স্নায়ুতন্ত্র কে প্রভাবিত করে যেমন নিউরোপ্যাথিক ব্যথা, বিসণ্ণতা ইত্যাদি রোগের লক্ষণসমূহ কুমাতে সহায়তা করে।
- হৃদরোগের ঝুঁকি থেকে মুক্তি পেতে চাইলে নিয়মিত সজনে পাতা খেতে পারেন। কারণ সজনে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টি ইনফ্লেমেটরি যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং হৃদরোগে ঝুঁকি কমায়।
- সজনে পাতা আপনার শ্বাসকষ্ট ও হাঁপানি এবং শ্বাসনালীতে প্রদাহ প্রতিরোধে সহায়তা করে।
- সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ যা কলেজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সজনে পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন যা আপনার চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে।
পরিশেষে এটা বলা যায় যে, সজনে পাতার মধ্যে এমন সব পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি যা আপনার শরীরে প্রায় ৩০০ রগের প্রতিষেধক হিসেবে কাজ করে। সজনে পাতায় ফসফরাসের পরিমাণ অনেক বেশি। যা আপনার হাড়কে শক্তিশালী করে, হার্ট ভালো রাখে, রক্তস্বল্পতা কুমাতে সাহায্য করে। এজন্য আমাদের উচিত বিভিন্ন রকমের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত সজনে পাতা খাওয়া।
সজনে ডাটা ও পাতা খাওয়ার নিয়ম
আমারে এত সময় সজনে ডাটা ও পাতা খাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। কিন্তু সজনে ডাটা ও পাতা কোন উপায়ে আমরা খেতে পারি সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। কারণ এটি আপনি কিভাবে খাবেন তারপর নির্ভর করে এর পুষ্টিগণ। আসুন জেনে নিই সজনে পাতা খাওয়ার নিয়ম।
সজনে ডাটার তরকারি বা ডাল রান্না করে খেলে বসন্ত ও জল বসন্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য আপনি নিয়মিত সজনে ডাটা তরকারি খেতে পারেন। কারণ এর মধ্যে রয়েছে ফাইবার বা আশ যা কষ্ট কাঠিন্যের সমস্যা দূর করে। সজনে ডাটা ও পাতা খাওয়ার নিয়ম গুলো আলোচনা করা হলো।
- সজনে ডাটা রান্না করে খেতে হয়। সজনে ডাটা বিভিন্ন তরকারির সাথে আপনি রান্না করে খেতে পারেন। আপনার এটা প্রায় সব তরকারির সাথে রান্না করা যায়।
- সজনে পাতা শাকের মতো ভেজে বা সিদ্ধ করে ভর্তা বানিয়ে খেতে পারেন। কিন্তু আপনি যদি রান্না করে খান তাহলে ভিটামিন সি এর পরিমাণ অনেকাংশেই কমে যাবে।
- সজনে পাতা রোদে শুকিয়ে গুড়া করে আপনি খেতে পারেন।
- সজনে পাতা বেলেন্ডারের জুস বানিয়ে খাওয়া যেতে পারে।
- আপনি যদি মনে করেন চায়ের সাথেও সজনে পাতা খেতে পারেন।
সজনের অপকারিতা
সজনে ডাঁটা বা পাতার এত এত উপকারীতার সত্ত্বেও অতিরিক্ত খাওয়ার ফলে আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেজন্য আমাদের উচিত হবে যে কোন খাবারই যত স্বাস্থ্য উপকারিতা থাকুক না কেন একটা নিয়ম মেনে খাওয়া। এতে আমাদের শরীর যেমন ভালো থাকবে তেমনি আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবো। তবে আসুন জেনে নিই সজনে পাতা খাওয়ার অপকারিতা কি।
- অতিরিক্ত সজনে পাতা খাওয়ার ফলে আপনার পেটের সমস্যা, বমি বমি ভাব খাবারের অনিহা ইত্যাদি দেখা দিতে পারে।
- আপনার ব্লাড প্রেসার কমে যেতে পারে, যদি আপনি ব্লাড প্রেসারের ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার রস বা গুঁড়া খান।
- সজনে পাতার ডাল খাওয়া থেকে বিরত থাকুন। কারণ সজনে পাতার ডালে অনেক ক্ষতিকর উপাদান থাকে যা দেহের ইমিউনিটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
মন্তব্য
আমরা এত সময় সজনেপাতা ও সজনে ডাটার বিভিন্ন রকমের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আসলে সজনে ডাটা ও পাতা মানব দেহের জন্য এতটা উপকারী যে কল্পনা করা যায় না। সজনে ডাটা ও পাতায় প্রায় ৩০০ টি রোগের প্রতিষেধক রয়েছে। এর পুষ্টিগুণ এত বেশি যা অন্য কোন সবজিতে নেই।
এজন্য আমাদের উচিত আমাদের খাবার তালিকায় সজনে ডাটা রাখা এবং নিয়মিত সজনে পাতার রস বা গুড়া খাওয়া। এয়ার্টিক্যালটি পড়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অন্যদেরকে দেখার বা পড়ার সুযোগ করে দেবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url